ভারতের হিমাচল প্রদেশে অতিবৃষ্টির কারণে পাহাড় ধসে একটি যাত্রীবাহী বাস চাপা পড়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। উদ্ধারকাজে তিনজনকে জীবিত বের করে আনা সম্ভব হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিলাসপুর জেলার ঝাণ্ডুত্তা বিধানসভা এলাকার ভালুঘাট অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলটি ভাল্লু সেতুর নিকটে অবস্থিত। এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে একটি বাস হরিয়ানার রোহতক থেকে বিলাসপুরের ঘুমারিনের দিকে যাচ্ছিল। যাত্রাপথে হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়। ঠিক সেই সময় পাহাড় থেকে বিশাল পাথর ও মাটি খসে পড়ে সরাসরি বাসটির ওপর আছড়ে পড়ে। মুহূর্তেই বাসটি ধ্বংসস্তূপে পরিণত হয়। আর চাকার নিচ থেকে ছাদ পর্যন্ত পাথরে ঢেকে যায় যানটি।...