জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন,আমরা শেখ হাসিনা নয়, আবার কোনো নতুন স্বৈরাচারও দেখতে চাই না। মঙ্গলবার রাতে চাঁপাইনবাবগঞ্জে এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। সারজিস আলম বলেন, বাংলাদেশের জনগণ ২০২৪ সালের আগস্টে যে গণআন্দোলনের মধ্য দিয়ে রাজনৈতিক পরিবর্তন এনেছে, সেটি জনগণের জাগরণের ফসল। কেউ সেই পরিবর্তনকে প্রশ্নবিদ্ধ করতে পারবে না। তিনি আরও সতর্ক করে বলেন, যাঁরা ভাবছেন আওয়ামী লীগ আবার ফিরে আসবে, তাঁরা ভুল করছেন। অতীতের মতো পরিণতি তাঁদেরও অপেক্ষা করছে, যদি জনগণের ইচ্ছাকে অমান্য করার চেষ্টা করেন। ভবিষ্যতের রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, আমরা শেখ হাসিনা নয়, আবার কোনো নতুন স্বৈরাচারও দেখতে চাই না। যে কোনো ফ্যাসিস্ট রাজনীতির পুনরাবৃত্তি ঠেকাতে এনসিপি কাজ করছে। আর আওয়ামী লীগের ফিরে আসা মানেই অভ্যুত্থান...