শারদীয় দুর্গাপূজার টানা ১২ দিনের ছুটি শেষে সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বুধবার (৯ অক্টোবর) থেকে খুলেছে। এর আগে প্রাথমিক বিদ্যালয়গুলো সোমবার থেকেই ক্লাস শুরু করেছে। রোববার (১২ অক্টোবর) থেকে খুলবে সরকারি ও বেসরকারি কলেজগুলো। এবার দুর্গাপূজার ছুটি শুরু হয় গত ২৮ সেপ্টেম্বর থেকে। দীর্ঘ এই ছুটির পর বুধবার থেকে স্কুলগুলোতে আবার ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। রাজধানীর বিটিসিএল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মজিবুর রহমান বাবু বলেন, > “সকাল থেকে আমরা ক্লাস শুরু করেছি, শিক্ষার্থীদের উপস্থিতিও ভালো। আগেই পরিষ্কার-পরিচ্ছন্নতা শেষ করা হয়েছিল। এখন যেহেতু ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ঝুঁকি আছে, তাই স্কুলের চারপাশে মশা মারার ওষুধ ছিটানো হয়েছে।” দেশের সরকারি ও বেসরকারি কলেজগুলোতেও দুর্গাপূজার ছুটি শুরু হয়েছিল ২৮ সেপ্টেম্বর। ৯ অক্টোবর পর্যন্ত ছুটি শেষে ১০ ও ১১ অক্টোবর...