০৮ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১০:০৩ এএম মিয়ানমারের মধ্যাঞ্চলের চাউং উ শহরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের থাদিঙ্গুত পূর্ণিমা উৎসব এবং জান্তাবিরোধী বিক্ষোভের সময় সামরিক বাহিনী বোমা হামলা চালিয়েছে, যার ফলে অন্তত ৪০ জন নিহত এবং আরও ৮০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু রয়েছে। এই মর্মান্তিক ঘটনায় দেশটির রাজনৈতিক উত্তেজনা এবং মানবাধিকার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার সন্ধ্যার দিকে চাউং উ শহরে উৎসব ও বিক্ষোভ চলাকালীন সামরিক বাহিনী বোমা নিক্ষেপ করে। অনুষ্ঠানস্থলে শত শত মানুষ জড়ো থাকায় হামলার ফলে বড় ধরনের প্রাণহানি হয়। এই হামলার পেছনে মূল কারণ হিসেবে জান্তার বিরোধী আন্দোলন দমন এবং বিক্ষোভ ভেঙে দেওয়া লক্ষ্য করা হচ্ছে। উৎসবের আয়োজনকারী কমিটির এক নারী সদস্য জানিয়েছেন, সোমবার...