আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০০ আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। চলতি মাসের মধ্যেই এসব আসনে অনানুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলীয় সূত্র। বাকি আসনগুলোর একটি অংশ সমমনা ও জোট শরিক দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হবে, আর বাকিগুলোতে প্রার্থী নির্ধারণ প্রক্রিয়া এখনও চলমান। সূত্র জানায়, নভেম্বরে ৩০০ আসনেই বিএনপি ও এর জোটের প্রার্থী চূড়ান্ত করা হবে। নির্বাচনী তফসিল ঘোষণার পর দলীয় গঠনতন্ত্র অনুযায়ী প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, চলতি মাসের মধ্যেই প্রার্থীদের নির্বাচনী গ্রিন সিগন্যাল দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। গত সোমবার রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে ভার্চ্যুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী...