নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে গবেষণা ও আবাসন সংকটে ভুগছে, বাজেট ঘাটতির কারণে প্রশাসনও হিমশিম খাচ্ছে। এমন বাস্তবতায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে প্রায় ৯ লাখ টাকায় ৯টি এসি বসানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। নিয়ম ভেঙে অনুমোদন দেওয়া এই প্রকল্প নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ নিজেই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সূত্রে জানা গেছে, গত সপ্তাহে রাজস্ব বাজেট থেকেই এসি বসানোর অনুমোদন দেওয়া হয়। তবে তখন কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম ছুটিতে ছিলেন, তার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদ। বিশ্ববিদ্যালয়ের আর্থিক সংকটের প্রেক্ষাপটে কোষাধ্যক্ষ বলেন,"আমি ছুটিতে থাকা অবস্থায় অনুমোদন দেওয়া হয়েছে। কোন নিয়মে দেওয়া হয়েছে জানি না। আমি থাকলে অবশ্যই প্রশ্ন তুলতাম—এটা হওয়ার কথা না। সবকিছু জবাবদিহির মধ্যে থাকা উচিত।" উপ-উপাচার্য অধ্যাপক মামুন আহমেদ এ প্রসঙ্গে বলেন,"আমি কেবল ফাইলটি...