নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ||রাইজিংবিডি.কম বুধবার সকালে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা হাটহাজারী-রাউজান সড়কে বাসচাপায় নিহত হয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা সুহেল চৌধুরী। এই ঘটনার প্রতিবাদে বুধবার (৮ অক্টোবর) সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি এবং চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক অবরোধ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা। হেফাজতে ইসলামের নেতারা চট্টগ্রাম উত্তর জেলায় সকাল-সন্ধ্যা এই অবরোধ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন।আরো পড়ুন:৬ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিকবগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত ৬ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে হাটহাজারীতে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে বাস চাপায় গুরুতর আহত হন মাওলানা সুহেল চৌধুরী। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড উল্লেখ করে চট্টগ্রাম...