আরও পড়ুন-উপদেষ্টা আসবেন বলে...৯ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি ঢাকা-সিলেট মহাসড়কের যানজট এ বিষয়ে সম্ভুপুর গ্রামের তপন পাল বলেন, ‘একজনের স্বার্থে রাস্তাটি বাঁকা করার চেষ্টা করা হচ্ছে বলে আমরা শুনতে পেরেছি। অথচ রাস্তা বাঁকা হলে এখানে দুর্ঘটনা বেড়ে যাবে। এছাড়া পূর্ব দিকে মানুষের বাড়িঘর। ঘনবসতি। সেদিকে রাস্তা নিলে মানুষের মারাত্মক ক্ষতি হবে।’ একই গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের এখানে রাস্তা অনেক আঁকাবাঁকা। ফলে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। রাস্তাটি যদি পশ্চিমদিকে সড়ক ও জনপথ বিভাগের নকশা অনুযায়ী নেওয়া হয়, তাহলে সেটি সোজা হবে। রাস্তা সোজা হলে দুর্ঘটনা হ্রাস পাবে। পূর্ব দিকে নিলে আরও বাঁকা হবে। আরও দুর্ঘটনা বাড়বে। তাছাড়া পূর্বদিকে আমাদের এলাকার একমাত্র প্রাথমিক স্কুল, ঈদগাহ ও মক্তবটি ভাঙা পড়বে। এতে শিক্ষায় আমরা পিছিয়ে পড়বো। মানুষের বাড়িঘরও ভাঙবে। কেউ কেউ মাত্র এক...