০৮ অক্টোবর ২০২৫, ১০:৫১ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১১:০২ এএম কক্সবাজারের উখিয়ার মেরিনড্রাইভ রোডে প্রাইভেট কার ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চট্টগ্রামের এক পর্যটক নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে কক্সবাজার-টেকনাফ মেরিনড্রাইভের ইনানী অংশের ফায়ার সার্ভিস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পর্যটকের নাম কে এম জিয়াউল করিম (৪৫)। তিনি চট্টগ্রামের পশ্চিম খুলশি জালালাবাদ এলাকার মৃত আব্দুল কাইয়ুমের পুত্র। ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানান, কক্সবাজার থেকে ইনানী অভিমুখী একটি প্রাইভেট কারের সঙ্গে ইনানী থেকে কক্সবাজার যাচ্ছিল একটি পর্যটকবাহী ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিয়াউল করিম গুরুতর আহত হন এবং তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তিনি মারা যান। দুর্ঘটনাকবলিত দুটি যানবাহন ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা জব্দ...