০৮ অক্টোবর ২০২৫, ১০:৪৬ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ১০:৪৬ এএম সের্হিও বুসকেতসের পর কয়েক দিনের ব্যবধানে এবার ১৬ বছরের পেশাদারি ফুটবল ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন তারই দীর্ঘ দিনের সতীর্থ জর্দি আলবা। চলমান মৌসুমে ইন্টার মায়ামির খেলা শেষ হলেই অবসরে যাবেন স্পেন ও বার্সেলোনার সাবেক এই লেফট ব্যাক। ক্ল্যাব ক্যারিয়ারে অসংখ্য সাফল্য পাওয়া এই ফুটবলার স্পেনের হয়ে ২০১২ সালে জেতেন ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ২০২৩ সালের নেশন্স লিগ। মঙ্গলবার ইনস্টাগ্রামে এক পোস্টে অবসরের সিদ্ধান্তের কথা জানান ৩৬ বছর বয়সী আলবা। সম্ভাব্য সেরা উপায়ে সমাপ্তি টেনে নতুন অধ্যায় শুরু করতে চান তিনি। “আমাদের জীবনের খুবই অর্থবহ একটি অধ্যায়ের সমাপ্তি টানা সময় এসেছে। এই মৌসুম শেষে আমি নিজের পেশাদার ফুটবল ক্যারিয়ারের সমাপ্তি টানার সিদ্ধান্ত নিয়েছি। আমি সেটা করছি সম্পূর্ণ প্রতীতি, শান্তি...