বিগত দেড়-দুই মাস ধরে চরম অস্থিরতা বিরাজ করছে সোনার বাজারে। একের পর এক রেকর্ড তৈরি হচ্ছে সোনার দামে। এর ধারাবাহিকতায় এবার বিশ্ববাজারে প্রতি আউন্স সোনার দাম ছাড়িয়েছে ৩ হাজার ৯০০ ডলার। বিশ্ববাজারে দাম বাড়ার প্রভাব পড়তে যাচ্ছে দেশের বাজারেও। সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় সোনার দাম পুনর্নির্ধারণে বৈঠকে বসবে বাজুসের (বাংলাদেশ জুয়েলার্স সমিতি) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং। ধারণা করা হচ্ছে, ইতিহাসে প্রথমবারের মতো দেশে প্রতি ভরি সোনার দাম দুই লাখ টাকার দোরগোড়ায় পৌঁছাতে পারে। বাজুসের এক সূত্র জানিয়েছে, বিশ্ববাজারে দামের ঊর্ধ্বগতির সঙ্গে সমন্বয় করতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম আরও দুই হাজার টাকার বেশি বাড়ানো হতে পারে। বর্তমানে দেশের বাজারে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকায়। ২১ ক্যারেট সোনার...