গ্ল্যামার, পার্টি, আর ‘আমেরিকান ড্রিম’- এফ. স্কট ফিটজেরাল্ডের ‘দ্য গ্রেট গ্যাটসবি’ আদতে কী নিয়ে? শতবর্ষ পেরিয়ে এখনও চলছে ভুল বোঝাবুঝি। ১৯২৫ সালের এপ্রিলে প্রথম প্রকাশিত হয় The Great Gatsby। সময়ের সঙ্গে উপন্যাসটি পরিণত হয়েছে জ্যাজ যুগের প্রতীকে। চ্যাম্পেন, নাচ, বিলাসবহুল পার্টি, এমনকি এখন ‘গ্যাটসবি হোটেল’, ‘গ্যাটসবি পারফিউম’, ‘গ্যাটসবি স্যান্ডউইচ’-এর নামেও ব্যবহৃত হচ্ছে সেই নাম। কিন্তু সাহিত্য সমালোচকরা বলছেন, এই ‘চকচকে গ্যাটসবি’ আসলে এক বিভ্রম। জেমস গ্যাটজ নামে এক দরিদ্র যুবক, যিনি ধনবান হওয়ার নেশায় অপরাধ জগতে জড়িয়ে পড়েন, তার মর্মান্তিক পতনের গল্পই ফিটজেরাল্ডের মূল বার্তা। উপন্যাস প্রকাশের পর লেখক ফিটজেরাল্ড বন্ধুকে এক চিঠিতে লিখেছিলেন, “সবচেয়ে প্রশংসামূলক সমালোচকও আসলে জানে না বইটা কী নিয়ে।” তখনকার জনপ্রিয় পত্রিকাগুলো একে ক্রাইম ফিকশন ভেবে তুচ্ছ করেছে। New York World লিখেছিল, “Fitzgerald’s Latest A Dud”...