সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর প্রথমবারের মতো প্রকাশ্যে কথা বলেছেন। গাজায় ইসরায়েলি আগ্রাসন নিয়ে তিনি বলেছেন, ‘আমাদের চোখের সামনেই একটি গণহত্যা চলছে—এটি একটি লাইভস্ট্রিমড গণহত্যা।’ গত সোমবার বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে গ্রিসের রাজধানী এথেন্সে পৌঁছান সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। এথেন্স আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেটাসহ অন্য অধিকারকর্মীদের ফুল দিয়ে স্বাগত জানান তাদের সমর্থকেরা। সে সময় অনেকের হাতেই ছিল ফিলিস্তিনের পতাকা। সেখানে বক্তৃতা দিতে গিয়ে থুনবার্গ জানান, তার ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, বরং আসল গল্প হলো অন্য কিছু। ইসরায়েল জানিয়েছে, তারা থুনবার্গসহ ৭১ জন আন্দোলনকারীকে বহিষ্কার করেছে। গ্রিসের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, সোমবার একটি ফ্লাইটে ১৬১ জন আন্দোলনকারী এথেন্সে এসে পৌঁছান, যাদের মধ্যে ২২ বছর বয়সী থুনবার্গ ছাড়াও গ্রিসের ২৭ জন এবং আরও প্রায় ২০টি দেশের নাগরিক...