জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স পাওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি প্রশ্ন তুলেছেন, আর্থিকভাবে সচ্ছল না হওয়া সত্ত্বেও কীভাবে এই দুই ব্যক্তি গণমাধ্যমের অনুমোদন পেলেন। মঙ্গলবার অন্তর্বর্তী সরকার নতুন দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেল—‘নেক্সট টিভি’ ও ‘লাইভ টিভি’-এর অনুমোদন দেয়। একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে নুরুল হক নুর বলেন, "শুনেছি এনসিপির নেতৃবৃন্দের নামে দুটি গণমাধ্যম অনুমোদন করা হয়েছে। যে দুইজনের নামে হয়েছে, তাদের আমি ভালোভাবে চিনি। তারা তো টেলিভিশন না নিজের ফ্যামিলি নিয়ে চলতে হিমশিম খাচ্ছে।" তিনি লাইসেন্সপ্রাপ্তদের আর্থিক সক্ষমতা ও পেশাগত পটভূমি নিয়ে প্রশ্ন তোলেন: "আমি একটি দলের প্রধান কিন্তু ৫ আগস্টের পরে যেখানে ছিলাম, ওখানেই আছি। তারা অনেকে আমার সহকর্মী ছিলেন। ছোট একটা পত্রিকায় চাকরি...