হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বিজয়-২৪ হলে ক্যান্টিন পরিচালক মো. জহুরুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা আনুমানিক ৭:১৫ মিনিটে মো. জাহাঙ্গীর আলম (১৮ ব্যাচ, বর্তমানে ২১ ব্যাচ) ক্যান্টিনে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে জহুরুল ইসলামের ওপর শারীরিক হামলা চালান। ঘটনার সময় উপস্থিত শিক্ষার্থীরা বিষয়টি দ্রুত হল প্রশাসনকে অবহিত করেন। ঘটনার পরপরই প্রক্টর, সহকারী প্রক্টর এবং সহকারী হল সুপার ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাৎক্ষণিক তদন্ত পরিচালনা করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে, হল প্রশাসন মো. জাহাঙ্গীর আলমের নামে বরাদ্দকৃত সিট সাময়িকভাবে বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করে। হল সুপারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে...