বিএনপি নেতা সৈয়দ সাদাত আহমেদ যিনি এবিএন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হিসেবে পরিচিত। ২০১৭ সালের আওয়ামী লীগের শাসনামলে গুমের শিকার হয়েছিলেন। ৪ মাস ৮ দিন ধরে অজানা স্থানে বন্দি থাকার পর তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয় এবং তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। প্রায় ৮ মাস পর মুক্তি পাওয়ার পর তিনি পটিয়ার রাজনীতিতে আরো সক্রিয় হয়ে ওঠেন যা তরুণ ভোটারদের মধ্যে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। দীর্ঘদিন রাষ্ট্রীয় নিপীড়ন, গুম-খুন এবং রাজনৈতিক হয়রানির শিকার হওয়ার পর আজ তিনি আবার আলোচনায় ফিরেছেন। নিজের অভিজ্ঞতা শেয়ার করে মঙ্গলবার রাতে এ বিএনপি নেতা বলেন, আমার মতো আরো অনেক পরিবার গুমের শিকার হয়েছে। অনেকেই প্রিয়জন হারিয়ে নিঃস্ব। এই গুম শুধু একজন ব্যক্তির নয়, এটি গোটা জাতির বিবেককে হত্যা...