বরিশালের উজিরপুরে গরু চোরদের ধরতে গিয়ে পিকআপ ভ্যান চাপায় মোটরসাইকেল চালক এক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। বুধবার ভোররাত ৩টার দিকে উপজেলার নতুন শিকারপুর ব্যাপারী বাড়ির সামনে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে উজিরপুর থানার ওসি মো. আব্দুস সালাম জানিয়েছেন। নিহত ২৪ বছর বয়সী মো. সাগর মোল্লা উজিরপুরের সাকরাল এলাকার মো. জাহাঙ্গীর মোল্লার ছেলে এবং বরাকোঠা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সহ-সভাপতি। এ ঘটনায় আহত একই এলাকার বাসিন্দা ২৫ বছর বয়সী নাঈম হাওলাদার ও মো. কাওছার হাওলাদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা বলছেন, বুধবার রাত আড়াইটার দিকে সাকরাল গ্রামের বাসিন্দা মো. আনিছ হাওলাদারের খামার থেকে বেশ কয়েকটি গরু চুরি করে পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল একদল চোর। তবে স্থানীয়রা বিষয়টি টের পেলে...