এ মাসেই বিশ্বকাপের প্রথম দল পেয়ে যাতে পারে ইউরোপ। বেশ কয়েকটি দলের সম্ভাবনা আছে। অনেকগুলো সমীকরণ মিলে গেলে ১২ অক্টোবর ক্রোয়েশিয়া; ১৩ অক্টোবর ফ্রান্স, স্লোভাকিয়া ও সুইজারল্যান্ড; ১৪ অক্টোবর ইংল্যান্ড, নরওয়ে, পর্তুগাল ও স্পেন বিশ্বকাপের টিকিট কেটে ফেলতে পারে। ১৪ অক্টোবর বিশ্বকাপ নিশ্চিত করে ফেলতে পারে হন্ডুরাস ও জ্যামাইকা। আটটি সরাসরি জায়গার ছয়টি নিশ্চিত হয়ে গেছে। এখন দুটি স্থানের জন্য লড়াইয়ে আছে ছয়টি দল। আজ শুরু চতুর্থ রাউন্ডে ‘এ’ গ্রুপে আছে কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। ‘বি’ গ্রুপের তিন দল সৌদি আরব, ইরাক ও ইন্দোনেশিয়া। দুই গ্রুপ চ্যাম্পিয়ন পাবে বিশ্বকাপের টিকিট। দুই রানার্সআপ খেলবে আরেকটি প্লে–অফ। জয়ী দল যাবে আন্তমহাদেশীয় প্লে-অফে। আফ্রিকান অঞ্চলে মরক্কো ও তিউনিসিয়া নিশ্চিত করেছে বিশ্বকাপের টিকিট। অক্টোবরেই সরাসরি বিশ্বকাপে জায়গা করে নেবে আরও সাতটি দল।...