অতি প্রয়োজনীয়তা হওয়া সত্ত্বেও অক্সিজেন জরুরি ওষুধের তালিকায় নেই। হাসপাতাল ভেদে অক্সিজেনের দামও ভিন্ন হয়। তাই অক্সিজেনকে সহজলভ্য করতে ও দাম নির্ধারণ করতে এটিকে জরুরি ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী) অধ্যাপক ডা. সায়েদুর রহমান।গতকাল মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বাংলাদেশ অক্সিজেন সামিটে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘ন্যাশনাল অক্সিজেন সিস্টেম গড়ে তুলে সারা দেশে সরবরাহ নিশ্চিত করা হবে। ডিপিপি প্রস্তুত করা হচ্ছে। পাশাপাশি অক্সিজেন ডিভাইসের মান নিয়ন্ত্রণও করা হবে। আমরা দেশে অক্সিজেন, ভ্যাকসিন, অ্যান্টিভেনম ও অ্যান্টিরেবিস উৎপাদনের উদ্যোগ নিচ্ছি।’সায়েদুর রহমান বলেন, ‘যদি নাগরিকদের ক্রয়ক্ষমতার মধ্যে অক্সিজেন সরবরাহ করতে না পারি, তবে আমাদের স্বাধীনতা অর্থহীন। যে কোনো খাতে এমন ব্যর্থতা, যা জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে, সেগুলো মোকাবিলার সক্ষমতা আমাদের থাকতে হবে।’সামিটে আরও অংশ নেন...