০৮ অক্টোবর ২০২৫, ০৯:৩১ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ এএম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এক ছাত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন এবং কক্ষে আটকে রাখার অভিযোগে রাজধানীর স্বপ্ননিবাস হোস্টেলের পরিচালক রাজিয়া বেগমকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত ১০টায় তেজগাঁও কলেজের পাশে অবস্থিত স্বপ্ননিবাস হোস্টেলে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর সাথে তার একজন গেস্ট সঙ্গে দেখা করতে গেলে হোস্টেল পরিচালক রাজিয়া বেগম অতিরিক্ত এক হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে মারধর করেন এবং কক্ষে আটকে রাখেন। এতে ভুক্তভোগী ছাত্রী অচেতন হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নিতে চাইলে সেখানেও বাধা দেন হোস্টেল পরিচালক। মিয়ানমারে বৌদ্ধ উৎসব চলাকালীন জান্তার বোমা হামলায় নিহত ৪০ চট্টগ্রামে বিএনপি কর্মীকে হত্যা, বিএনপির নিন্দা ও প্রতিবাদ কন্যাশিশুদের...