গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটক করার পর ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেপ্তার মার্কিন নাগরিক ডেভিড অ্যাডলার অভিযোগ করেছেন যে তাকে এবং অন্যান্য কর্মীদের “মানসিক নির্যাতন” ও “অপমানজনক আচরণের” মুখোমুখি হতে হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (৭ অক্টােবর) জর্ডানে ফেরত পাঠানো অ্যাডলার বলেন, ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক জলসীমায় ফ্লোটিলাটি আটক করার পর তাদের দক্ষিণ ইসরায়েলের নেগেভ মরুভূমির একটি কারাগারে নিয়ে যায়। খবর আল জাজিরার। অ্যাডলার আরও বলেন, “আমাদের অপহরণ করা হয়, কাপড় খুলে নেওয়া হয়, চোখ বেঁধে, হাত বেঁধে একটি পুলিশ ভ্যানে করে ইন্টার্নমেন্ট ক্যাম্পে পাঠানো হয়—খাবার, পানি কিংবা আইনি সহায়তা কিছুই দেওয়া হয়নি। পরবর্তী পাঁচ দিন ধরে আমাদের ওপর মানসিক নির্যাতন চালানো হয়।” অ্যাডলার জানান, তাকে এবং আরেকজন ইহুদি কর্মীকে আলাদা করে এনে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার...