গ্রেটা থুনবার্গ; নামটা পুরো পৃথিবীতে খুবই পরিচিত। পরিবেশ আন্দোলনের এক সাহসী কণ্ঠস্বর হিসেবে সুইডিশ এই কিশোরী বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে তরুণদের মধ্যে আশার প্রতীক হয়ে উঠেছেন। গ্রেটা থুনবার্গ ২০০৩ সালের ৩ জানুয়ারি সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন। তার পরিবারও পরিবেশবাদী পরিচয়ে সমৃদ্ধ। তার মা মালিনা এরনমান একজন অপেরা গায়কী এবং বাবা সুইডিশ অভিনেতা স্বিডেন থুনবার্গ। পরিবারটি পরিবেশ ও সামাজিক দায়বদ্ধতার প্রতি সচেতন ছিল। ছোটবেলা থেকেই থুনবার্গ প্রকৃতির প্রতি গভীর খেয়াল রাখতেন। গ্রেটার শৈশব ছিল কিছুটা ভিন্নরকম—তিনি ১১ বছর বয়সে Asperger Syndrome (অ্যাসপার্জার সিন্ড্রোম), একটি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, ডায়াগনোসিস পান। এই বিষয়টি তার প্রতিবাদ এবং আন্দোলনের পথচলায় শক্তি হিসেবে কাজ করে, কারণ তিনি বিষয়গুলোতে গভীর মনোযোগ দিতে পারেন। স্কুলজীবনে গ্রেটা নিয়মিত পরিবেশ বিষয়ে পড়াশোনা করেন এবং বিশ্বের জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা বুঝতে শুরু...