০৮ অক্টোবর ২০২৫, ০৮:৪৫ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০৯:২৮ এএম ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য আবারও সমুদ্রপথে মানবিক সহায়তা নিয়ে এগিয়ে চলেছে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর জোট ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। খাদ্য, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে নতুন একটি ত্রাণবাহী নৌবহর বর্তমানে ভূমধ্যসাগরের গাজা উপকূল থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে এফএফসি। সংস্থাটি জানায়, তাদের নতুন নৌবহর বর্তমানে গাজার উপকূল থেকে ১৫০ নটিক্যাল মাইল বা প্রায় ২৭৭ কিলোমিটার দূরে অবস্থান করছে। এই স্থানটি সেই সমুদ্র অঞ্চলের কাছাকাছি, যেখান থেকে কয়েক সপ্তাহ আগে এফএফসি’র আগের মিশন ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র জাহাজগুলোকে আটক করেছিল ইসরায়েলি নৌবাহিনী। এই নতুন বহর পাঠানোর উদ্দেশ্য— গাজার অবরুদ্ধ জনগণের কাছে মানবিক...