ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের যুদ্ধ বন্ধে মঙ্গলবার মিসরে অনানুষ্ঠানিক আলোচনায় বসেছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ও ইসরায়েলের প্রতিনিধিরা। এই আলোচনায় নিজেদের পক্ষ থেকে ছয়টি প্রধান শর্ত জানিয়েছে হামাস। সংগঠনটির মুখপাত্র ফাওজি বারহোম জানিয়েছেন, মিসরে আলোচনারত তাঁদের প্রতিনিধিরা ‘সব বাধা অতিক্রম’ করার চেষ্টা করছেন এবং যুদ্ধবিরতির জন্য নিজেদের প্রধান শর্তগুলো ইসরায়েলের কাছে তুলে ধরেছেন। হামাসের ছয় দফা শর্তযুদ্ধবিরতি কার্যকর করার জন্য হামাসের পক্ষ থেকে যে প্রধান শর্তগুলো দেওয়া হয়েছে, তা নিম্নরূপ: ১. একটি স্থায়ী এবং পূর্ণ যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর করতে হবে।২. ইসরায়েলি সেনাদের গাজার সব জায়গা থেকে প্রত্যাহার করে নিতে হবে।৩. কোনও ধরনের বাধা ছাড়া গাজায় ত্রাণ পৌঁছানোর অনুমতি দিতে হবে।৪. বাস্তুচ্যুত সাধারণ গাজাবাসীকে তাদের নিজ গৃহে ফিরে যেতে...