বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশে একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের ক্ষেত্রে জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন। মঙ্গলবার রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে এক সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান। একই সঙ্গে জামায়াত রোহিঙ্গা প্রত্যাবাসন, পাহাড়ি সংকট ও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় জাতিসংঘকে আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, বৈঠকে জাতিসংঘের প্রতিনিধি আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতের অবস্থান ও ভূমিকা সম্পর্কে জানতে চান। রোহিঙ্গা সংকট সমাধানে রাজনৈতিক দলের সীমিত ভূমিকার...