চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবৈধ অটোরিকশা আটকের জেরে পুলিশের ওপর হামলা হয়েছে। ৫০ থেকে ৬০ জন লোক ট্রাফিক পুলিশ সদস্যের ওপর হামলা করে আটক করা অটোরিকশাটি ছিনিয়ে নেয়। এসময় অটোরিকশার কাচ ভেঙে দেন তারা। মঙ্গলবার (৭ অক্টোবর) নগরীর পতেঙ্গার কাঠগড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। হামলায় আহত পুলিশ সদস্য হলেন ট্রাফিক কনস্টেবল রেকার অপারেটর নজরুল ইসলাম। স্থানীয়রা জানান, গাড়িটি রেকার দিয়ে নিতে গিয়ে বাধার সম্মুখীন হন ট্রাফিক কনস্টেবল নজরুল। ৫০-৬০ জনের একটি দল ‘মব’ সৃষ্টি করে গালাগাল করেন তাকে। এরপর তারা লাঠি দিয়ে অটোরিকশার কাচ ভেঙে দেন। হামলা চালান নজরুলের ওপর। এসময় ঘটনাস্থলে একজন ট্রাফিক পুলিশ সার্জেন্ট ও একজন ট্রাফিক পুলিশ সদস্য ছিলেন।...