যুক্তরাষ্ট্রের আরকানসাস রাজ্যে বিমান দুর্ঘটনায় পাইলটসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার পূর্ব আরকানসাসে এ ঘটনা ঘটে। পরে পুলিশ নিহতের তথ্য সংবাদমাধ্যমে নিশ্চিত করেছে।মঙ্গলবার স্থানীয় সংবাদমাধ্যম কার্ক ডটকম জানায়, বিমানটি নিউ অরলিন্স থেকে জোন্সবোরো যাচ্ছিল। পথে রাডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সঙ্গে সঙ্গে রাজ্যের জরুরি দপ্তরের সহায়তা চায় বিমান কর্তৃপক্ষ।পুলিশ কর্মকর্তাদের মতে, মিডওয়ের পশ্চিমে স্টেট হাইওয়ে ৭৫ ও ৩০৬-এর সংযোগস্থলের কাছে নিখোঁজ বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর আসে। দ্রুত তারা ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ও বিমান বাহিনীকে বিষয়টি জানায়। এরপর সমন্বিত উদ্ধার অভিযান চালানো হয়।কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মেমফিস এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটির ওপর নজর রাখছিল। ঠিক কী কারণে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় তা তারা জানাতে পারেনি।ইরান-সমর্থিতদের হামলায় ডাচ জাহাজের ক্রু নিহতঘটনার দিন সন্ধ্যা ৬টার দিকে রাজ্য পুলিশের বিশেষ এজেন্টরা জানান, নিখোঁজ সেসনা...