স্ত্রীর চিৎকার শুনে প্রথমে মনে হয়েছিল, হয়তো ভাল্লুক এসেছে। কিন্তু পরে জানতে পারেন, আসলে তিনি নোবেল পুরস্কার জিতেছেন। এমনই এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছে চিকিৎসায় নোবেল বিজয়ী ফ্রেড র্যামসডেল সঙ্গে। মঙ্গলবার (৮ অক্টোবর) ‘দ্য গার্ডিয়ান’-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এর আগে, সোমবার বিকেলে হাইকিংয়ের ফাঁকে বিশ্রাম নেওয়ার সময় হঠাৎ র্যামসডেলের স্ত্রী লরা ও’নিল চিৎকার শুরু করেন। চিৎকার শুনে র্যামসডেলের প্রথম ধারণা ছিল, হয়তো তার স্ত্রী কোনো ভাল্লুক দেখেছে। কিন্তু লরা আরও জোরে চিৎকার করে এক পর্যায়ে বলে ওঠেন, তুমি নোবেল জিতেছো। ৬৪ বছর বয়সী র্যামসডেল ও তার সহকর্মীরা রোগ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর গবেষণার জন্য এই সম্মান পেয়েছেন। তার গবেষণা অটোইমিউন রোগ, যেমন আর্থ্রাইটিস, মাল্টিপল স্ক্লেরোসিস ও ক্রোনস রোগের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। র্যামসডেল জানান, সাধারণত ছুটির সময়ে তিনি...