গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও যুদ্ধ সম্পূর্ণভাবে শেষ করার নিশ্চয়তা চায় হামাস। মিসরের শারম আল-শেখ শহরে দ্বিতীয় দিনের আলোচনা শেষে আল জাজিরাকে এ তথ্য জানিয়েছে তারা। হামাস কর্মকর্তারা বলেছেন, তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনার অংশ হিসেবে গাজার ওপর ইসরায়েলি আগ্রাসন শেষ করা এবং ইসরায়েলের সেনা প্রত্যাহারের নিশ্চয়তা চান। হোয়াইট হাউসে যুদ্ধ শুরুর দ্বিতীয় বার্ষিকীতে দেওয়া বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজা ইস্যুতে একটি ‘বাস্তব চুক্তির সম্ভাবনা’ দেখা যাচ্ছে। শারম আল-শেখ শহরে আলোচনার পর তিনি এ কথা বলেন। বুধবার থেকে আলোচনা অব্যাহত রাখতে কাতার ও যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারাও মিসরে যোগ দিচ্ছেন। এর আগে মঙ্গলবার হামাসসহ ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক সংগঠন যৌথ এক বিবৃতিতে বলেছে, তারা সব উপায়ে প্রতিরোধ অব্যাহত রাখবে এবং ফিলিস্তিনি জনগণের অস্ত্র ত্যাগ করার অধিকার কারও নেই।...