মুন্সীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে একটি বেসরকারি টেলিভিশনের চিত্র সাংবাদিক রাহিদ হোসেনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এসময় ভুক্তেভোগীর স্বজনদের তিনটি ঘর ভাঙচুর করা হয়। বাধা দিতে গেলে আরো কয়েকজেনের ওপর হামলা হয়। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুর ৩টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রমজান বেগ পূর্ব পাড়া এলাকায় ঘটনাটি ঘটে। আহত রাহিদ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চিত্র সাংবাদিক হিসেবে কর্মরত।আরো পড়ুন:শহরে প্রাইমারি হেলথ কেয়ার অনেক দুর্বল: স্বাস্থ্য সচিববাগেরহাটে সাংবাদিক হায়াত উদ্দিন হত্যা: মামলা দায়ের শহরে প্রাইমারি হেলথ কেয়ার অনেক দুর্বল: স্বাস্থ্য সচিব এ ঘটনায় মো. স্বাধীন, ইমন, রাজু, হালিম, ফয়েজ কাজী, সেলিম ও সূচনা আক্তারসহ ৮ জনের নাম উল্লেখ করে মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সংবাদিক। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিনের পারিবারিক বিরোধ মীমাংসার জন্য গতকাল দুপুরে এক পক্ষ...