নিজস্ব প্রতিবেদক : দেশীয় বীমা কোম্পানির কভারেজের বিপরীতে ওপেন অ্যাকাউন্ট পদ্ধতিতে পণ্য রপ্তানির সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিদেশি আর্থিক প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমাতে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মঙ্গলবার (৭ অক্টোবর) জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দিয়েছে ব্যাংকটির বৈদেশিক মুদ্রানীতি বিভাগ। সার্কুলারে বলা হয়, এতদিন ওপেন অ্যাকাউন্টে পণ্য রপ্তানি করতে হলে বিদেশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পেমেন্ট গ্যারান্টি নিতে হতো। এখন থেকে স্থানীয় বীমা কোম্পানির বৈদেশিক মুদ্রা ভিত্তিক বীমা পলিসির আওতায়ও রপ্তানির সুযোগ পাওয়া যাবে। ব্যাংকগুলো এসব বীমা কোম্পানির কাছ থেকে পেমেন্ট আন্ডারটেকিং বা রিস্ক কভারেজ গ্রহণ করতে পারবে। নতুন নীতিমালায় বলা হয়েছে, বীমা কভারেজের ভিত্তিতে ব্যাংকগুলো রপ্তানিকৃত পণ্যের বিপরীতে অর্থায়ন বা পোস্ট-শিপমেন্ট ফাইন্যান্সিং সুবিধাও দিতে পারবে। তবে, কোনো কারণে রপ্তানি আয় দেশে ফেরত না এলে সংশ্লিষ্ট বীমা দাবির...