সন্ধ্যা নামার পর উৎসবের ভিড়ের মাঝেই হঠাৎ আকাশ থেকে দুটি বোমা নিক্ষেপ করা হয়। বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। তিনি বলেন, “আমরা আগেই মানুষকে সতর্ক করেছিলাম, তাই কিছু মানুষ পালিয়ে বাঁচতে পেরেছে। কিন্তু বোমা পড়ার পর দৃশ্যটা ছিল বিভীষিকাময়—শিশুদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।” মিয়ানমারের মধ্যাঞ্চলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক উৎসব চলাকালে বিমান হামলায় কমপক্ষে ৪০ জন প্রাণ হারিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। হামলায় আরও অন্তত ৮০ জন আহত হয়েছেন, নিহতদের মধ্যে একাধিক শিশু রয়েছে। ফরাসি সংবাদমাধ্যম এএফপি স্থানীয় প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় চাউং উ শহরে এই ঘটনা ঘটে। থাদিঙ্গুত পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধদের ধর্মীয় উৎসব চলছিল, একই স্থানে সামরিক জান্তা-বিরোধী একটি বিক্ষোভও অনুষ্ঠিত হচ্ছিল। আয়োজক কমিটির এক সদস্য জানান, সন্ধ্যা নামার পর উৎসবের ভিড়ের মাঝেই হঠাৎ...