মাগুরা জেলার শালিখায় মোটরসাইকেল ও লাটার (ইঞ্জিনচালিত তিন চাকার যান) সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে উপজেলার তালখড়ি ইউনিয়নের সাতনা ফুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী আবু হুরাইরা (২২) ও অজ্ঞাত পথচারী। নিহত আবু হুরাইরা শালিখার চতুরবাড়িয়া গ্রামের বাকের বিশ্বাসের ছেলে। এ সময় আহত হন রিফাত বিশ্বাস (১৮) নামে এক যুবক। তাকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আবু হুরাইরার চাচা টিটো বিশ্বাস বলেন, মঙ্গলবার রাত ৮টার দিকে আড়পাড়া বাজার থেকে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি চতুরবাড়িয়া যাচ্ছিলেন তারা। পথে তালখড়ি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লাটা গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার ভাতিজা আবু হুরাইরা এবং অজ্ঞাত এক পথচারী...