নিজস্ব প্রতিবেদক : কুকুরের কামড় শুধু একটি ক্ষত নয়—এর সঙ্গে থাকে মারাত্মক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা, যার মধ্যে সবচেয়ে ভয়ংকর হলো র্যাবিস। অথচ অনেকেই প্রাথমিক চিকিৎসা কীভাবে করতে হয়, তা জানেন না। সম্প্রতি কালবেলা একটি সচেতনতামূলক ভিডিও প্রকাশ করেছে, যেখানে কুকুরের কামড়ের পর প্রথম ১৫ মিনিটে নেওয়ার মতো জরুরি ৫টি পদক্ষেপ উল্লেখ করা হয়েছে। কামড়ের ফলে রক্তপাত হলে প্রথমেই সেটি নিয়ন্ত্রণ করুন। পরিষ্কার কাপড় বা ব্যান্ডেজ দিয়ে আলতো করে চেপে ধরুন। তবে খুব বেশি চাপ দেওয়া যাবে না, কারণ এতে ব্যাকটেরিয়া ক্ষতের আরও গভীরে প্রবেশ করতে পারে। চিকিৎসকদের মতে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। কামড়ানোর জায়গাটি ৫–১০ মিনিট ধরে পরিষ্কার পানি এবং হালকা সাবান দিয়ে ধুয়ে ফেলুন। এতে কুকুরের লালা, ধুলাবালি এবং ব্যাকটেরিয়া ধুয়ে যায়, যা সংক্রমণের ঝুঁকি অনেক কমায়। ক্ষত...