ক্যারিয়ারে এখন পর্যন্ত অনেক চাড়াই-উত্তরাই পার করেছেন নুরুল হাসান সোহান। তারপরও জাতীয় দলে স্থায়ী হতে পারেননি। তবে সম্প্রতি দারুণ খেলছেন তিনি। ফিরেছেন আবারও দলে। নির্বাচকদের আস্থার প্রতিদানও দিয়েছেন। আজ থেকে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে লড়াই। নিশ্চিতভাবেই একাদশে দেখা যাবে তাকে। উইকেটের পেছনে তার ওপর ভরসা রাখছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতে দলকে নেতৃত্ব দিতে নেমে যদিও জাকের আলি। তবে ব্যক্তিগতভাবে অফফর্মে ছিলেন। উইকেটের পেছনের দায়িত্বও সামলেছেন তিনি। তবে সাম্প্রতিক সময়ে তার অফফর্ম এবং মিডল অর্ডার ব্যাটারদের ব্যর্থতা নতুন করে ভাবাচ্ছে। যা টি-টোয়েন্টির পর ওয়ানডেতেও জায়গা করে দিতে পারে নুরুল হাসান সোহানকে। ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, জাকের নয় সোহানের ওপরই ভরসা রাখছেন তিনি। ওয়ানডে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে তিনি এই কথা...