জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ৮ অক্টোবর, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কীভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল। মেষ (২১ মার্চ-২০ এপ্রিল):কোনো লাভজনক কাজ হাতে আসতে পারে। কোনো সমস্যা সমাধানের পথ পাবেন। সুযোগ হাতছাড়া করবেন না। সময় অনুকূলে আছে। কাজে দক্ষতা দেখাতে পারবেন। পরিবর্তনকে আলিঙ্গন করুন এবং নতুন অভিজ্ঞতার জন্য উন্মুক্ত হোন। বৃষ (২১ এপ্রিল-২০ মে):কোনো প্রচেষ্টায় বিলম্ব হতে পারে। বাড়তি খরচের জন্য চিন্তা হবে। পরিবেশ কিছুটা নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে। কর্মক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তন আনুন। ইতিবাচক মনোভাবে প্রচেষ্টা অব্যাহত রাখুন। সুস্থ থাকুন।মিথুন (২১ মে-২০ জুন):কাজে অগ্রগতি হবে। উন্নতির ক্ষেত্রে অন্যের সহযোগিতা পাবেন। বাড়তি...