ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বাসটি হরিয়ানা রাজ্যের রোহতাক জেলা থেকে হিমাচলের বিলাসপুরের ঘুমার্বিন শহরের দিকে যাচ্ছিল। প্রবল বৃষ্টিপাত হচ্ছিল ওই এলাকায়। ভালুঘাটে যাওয়ার পর একটি পাহাড়ের চূড়া বাসটির ওপর ধসে পড়ে। পুলিশ জানিয়েছে, বাসটিতে মোট ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। ঘটনার বেশ কিছুক্ষণ পর উদ্ধার কাজ শুরু করেন পুলিশ ও দুর্যোগ মোকাবিলা অধিদপ্তরের কর্মীরা। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘গতকাল রাত থেকে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। এ পর্যন্ত ১৮ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তিন শিশুকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় উদ্ধার তৎপরতায় ব্যাহত হচ্ছে। আটকে পড়া যাত্রীদের জীবিত থাকার আশা ক্ষীণ।’ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনায় শোক জানিয়েছেন। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনায় প্রাণ যাওয়া প্রত্যেকের...