০৮ অক্টোবর ২০২৫, ০৮:৫৪ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০৯:২৭ এএম গ্রিসের লেসবোস দ্বীপের উপকূলে ভয়াবহ নৌকাডুবিতে অন্তত চার অভিবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে দেশটির উপকূলরক্ষী বাহিনী এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে। নৌকাটিতে মোট ৩৮ জন অভিবাসী ছিলেন, যাদের মধ্যে অধিকাংশই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। গ্রিসের উপকূলরক্ষী বাহিনী জানায়, মঙ্গলবার ভোরে লেসবোস দ্বীপের উপকূলে এই দুর্ঘটনা ঘটে। নৌকাটি ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের চেষ্টা করছিল। প্রবল বাতাস ও উঁচু ঢেউয়ের কারণে নৌকাটি উপকূলের কাছেই নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ে এবং ডুবে যায়। এই পথটি দীর্ঘদিন ধরেই অভিবাসীদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ রুট হিসেবে পরিচিত, যেখানে প্রায়ই নৌকাডুবি ও প্রাণহানির ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গ্রিসের উপকূলরক্ষী বাহিনী দ্রুত অভিযান চালিয়ে ৩৪ জনকে জীবিত উদ্ধার করেছে এবং চার জনের...