চলতি বছরের মে মাসে ভারতের সঙ্গে চার দিনের সামরিক সংঘর্ষে চীনা অস্ত্র ও সামরিক সরঞ্জাম ‘অসাধারণভাবে কার্যকর’ ছিল বলে আবারও প্রশংসা করেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেছেন। জেনারেল আহমেদ শরিফ চৌধুরী বলেন, সম্প্রতি ব্যবহৃত চীনা প্রযুক্তির প্ল্যাটফর্মগুলো অত্যন্ত ভালো পারফর্ম করেছে। এই সংঘর্ষের সময়ই পাকিস্তান প্রথমবারের মতো আধুনিক চীনা যুদ্ধবিমান জে-১০সি ব্যবহার করে। পাকিস্তান দাবি করেছে, জে-১০সি বিমানের সহায়তায় তারা একাধিক ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করেছে, যার মধ্যে ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমানও রয়েছে। পাকিস্তানের ডিজি আইএসপিআর (DG ISPR) জানান, তারা ভারতের মোট সাতটি বিমান ভূপাতিত করেছে। যদিও তারা আগে ছয়টি বিমান ভূপাতিত করার দাবি করেছিল। এই সংখ্যাটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের সঙ্গেও মিলে গেছে। ট্রাম্প এক...