০৮ অক্টোবর ২০২৫, ০৯:৩০ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৩৯ এএম ভারতের হিমাচল প্রদেশে প্রবল বৃষ্টির কারণে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। পাহাড় থেকে গড়িয়ে পড়া বিশাল পাথরের নিচে চাপা পড়ে একটি যাত্রীবাহী বাস সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। এই মর্মান্তিক দুর্ঘটনায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে, আর বহু যাত্রী এখনো নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার ঝাণ্ডুত্তা বিধানসভা এলাকার ভালুঘাট অঞ্চলের ভাল্লু সেতুর কাছে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, টানা বৃষ্টির ফলে পাহাড়ের ওপর থেকে বড় বড় পাথর গড়িয়ে পড়ে চলন্ত বাসটির ওপর আছড়ে পড়ে। অতিবৃষ্টিজনিত ভূমিধসই এই ভয়াবহ দুর্ঘটনার মূল কারণ বলে জানিয়েছেন কর্মকর্তারা। প্রতিবেদনে বলা হয়েছে, বাসটিতে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন। এটি...