রাজবাড়ী সদরে তারেখ হাসানকে আহ্বায়ক ও গাজী বাচ্চুকে সদস্যসচিব করে গণঅধিকার পরিষদের ৪১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। চার মাস দায়িত্ব পালন করবে এই কমিটি। মঙ্গলবার (৮ অক্টোবর) গণঅধিকার পরিষদ রাজবাড়ী জেলার আহ্বায়ক শরিফুল ইসলাম ও সদস্যসচিব রবিউল আজম সই করা জেলা শাখার প্যাডে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটির আহ্বায়ক তারেখ হাসান একজন প্রবাসী। সদস্যসচিব গাজী বাচ্চু একজন ব্যবসায়ী। কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন মোহাম্মদ শামসুর আলম, রোমান খান, রাকিবুল ইসলাম রাকিব, সাইফুল খান, বাতেন মল্লিক, হালিম শেখ, শামীম মোল্লা, জব্বার শেখ, ইমন শাহ উজ্জ্বল, কামরুল ইসলাম, আব্দুল মাজেদ শেখ ও মোহাম্মদ রাজীব প্রামানিক। যুগ্ম সদস্যসচিব রবিউল ইসলাম, রাসেল সরদার, মো. সালাউদ্দিন, রমিজ, জাফর আলম, শাওন আহমেদ সাগর, হাসান রহমান, সবুজ মিজী,...