আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বাংলাদেশ ব্যাংকের নাম এবং লোগো ব্যবহার করে কিছু ভুয়া ওয়েবসাইট ও অ্যাপ তৈরি করে জনগণকে ঋণ দেওয়ার প্রলোভন দেখানো হচ্ছে। এ বিষয়ে কাউকে প্রতারণার ফাঁদে না পড়তে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার (০৮ অক্টোবর) এক সতর্কবার্তায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, এসব ওয়েবসাইট বা অ্যাপের সঙ্গে বাংলাদেশ ব্যাংক কিংবা আইএমএফের কোনো ধরনের সম্পর্ক নেই। সাধারণ মানুষ যাতে এসব প্রতারণামূলক কার্যক্রমে বিভ্রান্ত না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব প্ল্যাটফর্মের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য- যেমন নাম, ঠিকানা, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ই-মেইল ঠিকানা—সংগ্রহ করা হচ্ছে। এতে জনগণ আর্থিক প্রতারণার শিকার হতে পারেন বা আইনি জটিলতায় পড়তে পারেন। তাই এই ধরনের ভুয়া ওয়েবসাইট বা অ্যাপে কোনো ব্যক্তিগত তথ্য প্রদান...