পাবনার ভাঙ্গুড়ায় মালয়েশিয়া প্রবাসী স্বামীর পাঠানো রেমিট্যান্সের টাকা হারিয়ে দিশেহারা এক গৃহবধূ। ব্যাংক থেকে টাকা তোলার কিছুক্ষণের মধ্যেই ব্যাগে রাখা নগদ টাকার বান্ডিল উধাও হয়ে যায় বলে অভিযোগ তার। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে ভাঙ্গুড়া পৌর শহরের শরৎনগর বাজারে অগ্রণী ব্যাংকের বড়ালব্রিজ শাখার সামনে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত নারী রেখা খাতুন (৩৬) উপজেলার ভবানীপুর দক্ষিণপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী হাফিজুর রহমানের স্ত্রী। রেখা খাতুন বলেন, আমার স্বামী মালয়েশিয়ায় চাকরি করেন। বেতন ও ধার করা টাকা মিলিয়ে তিনি দেশে ১ লাখ ২৯ হাজার টাকা পাঠান। আমি চেকের মাধ্যমে ব্যাংক থেকে টাকা তুলে ব্যাগে রাখি। তখন ব্যাংকের ভেতরে কয়েকজন বোরকা পরা নারী বসা ছিলেন, তারা আমার দিকে তাকিয়ে ছিল। ব্যাংক থেকে বের হয়ে পাশের কাপড়ের দোকানে যাই। কিছুক্ষণ পর ব্যাগ খুলে দেখি ১ লাখ...