নারী বিশ্বকাপে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে লড়াইটা জমিয়ে তুলেছিল বাংলাদেশ। দুর্দান্ত বোলিং আক্রমণে একটা সময় পর্যন্ত জয়ের স্বপ্নটাই দেখাচ্ছিল নিগার-মারুফারা। কিন্তু সেই স্বপ্নের পথে বাধা হয়ে দাঁড়ান ইংলিশ ব্যাটার হিদার নাইট। ১০৩ রানে ৬ উইকেট হারানো ইংল্যান্ডকে তিনি একাই টেনে নিয়ে গেলেন জয়ের বন্দরে। তবে গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) ম্যাচের ফলাফলটা বাংলাদেশের পক্ষেও আসতে পারতো। নাইটের দুটি আউটের সিদ্ধান্ত ম্যাচের ভাগ্যটা বদলে দিয়েছে। শূন্য রানে নাইটের ক্যাচ নেন নিগার সুলতানা জ্যোতি, আম্পায়ারও আঙুল তোলেন। তবে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত বেঁচে যান নাইট। এরপর ১৩ রানে আরও একবার তার ক্যাচ নেন স্বর্ণা আক্তার। তবে এবারও বেঁচে যান টিভি আম্পায়ার ভারতের গায়াত্রী ভেনুগোপালানের কল্যাণে। যথেষ্ট প্রমাণ না পাওয়ায় তাকে আউট দেননি। তৃতীয় আম্পায়রের সিদ্ধান্তে দুইবার বেঁচে যাওয়া নাইট এরপর হতাশায় ডুবিয়েছে বাংলাদেশকে। ১১১ বলে...