০৮ অক্টোবর ২০২৫, ০৯:১৮ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০৯:২৮ এএম বিশ্বজুড়ে জনপ্রিয় তুর্কি ঐতিহাসিক ড্রামা সিরিজ ‘কুরলুস উসমান’ এবার এক অনন্য প্রভাব ফেলেছে দর্শকের জীবনে। স্কটল্যান্ডের এক নারী এই ড্রামাটি দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। ঐতিহাসিক ঘটনাপ্রবাহ এবং ইসলামী সংস্কৃতির বর্ণনায় তৈরি এই সিরিজটি নির্মাণ করেছে বোজদাগ ফিল্ম। তুর্কি সংবাদমাধ্যম ডেইলি সাবাহ মঙ্গলবার (৭ অক্টোবর) এক প্রতিবেদনে জানায়, বোজদাগ ফিল্মের এক বিবৃতিতে বলা হয়েছে— স্কটল্যান্ডের জুলিয়েটা লোরেঞ্জা মার্টিনেজ নামের ওই নারী ‘কুরলুস উসমান’ দেখার পর তুরস্কের ইতিহাস, সংস্কৃতি এবং ইসলামের প্রতি গভীরভাবে আকৃষ্ট হন। এই আগ্রহ থেকেই তিনি ইসলামের বিষয়ে গবেষণা শুরু করেন, যা পরবর্তীতে তাকে মুসলিম হতে অনুপ্রাণিত করে। বার্তাসংস্থা আনাদোলুকে দেওয়া সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, “করোনা মহামারির সময় আমি তুর্কি টিভি সিরিজ দেখতে শুরু করি। তখন ‘কুরলুস...