০৮ অক্টোবর ২০২৫, ০৯:০৬ এএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৫, ০৯:২৭ এএম ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফের ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। টানা কয়েক দিনের এই হামলায় শনিবার (৪ অক্টোবর) থেকে এখন পর্যন্ত অন্তত ১১৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার গভর্নমেন্ট মিডিয়া অফিস। নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, শনিবার থেকে ইসরায়েলি বাহিনী ২৩০টি বিমান হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল গাজার বিভিন্ন আবাসিক এলাকা, বিশেষ করে গাজা শহর, যেখানে এককভাবে কমপক্ষে ৭২ জনের মৃত্যু হয়েছে। এই হামলার সময় কোনো পূর্বসতর্কতা দেওয়া হয়নি, ফলে সাধারণ মানুষ ও আশ্রয়কেন্দ্রে অবস্থানরত পরিবারগুলোও হামলার শিকার হয়েছেন। এই হামলার পেছনে কারণ হিসেবে ইসরায়েল বলছে, এটি হামাসের রকেট হামলার জবাব। তবে ফিলিস্তিনি প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির প্রস্তাবে...