মিয়ানমারের মধ্যাঞ্চলীয় চাউং উ শহরে বৌদ্ধ ধর্মাবলম্বীদের উৎসব ও জান্তাবিরোধী বিক্ষোভের স্থানে সেনাবাহিনীর বোমা হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ৮০ জন। নিহতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। খবর এএফপি’র। সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যার দিকে থাদিঙ্গুত পূর্ণিমা উৎসব উপলক্ষে চাউং উ শহরে শত শত মানুষ জড়ো হয়েছিলেন। উৎসব চলাকালে অংশগ্রহণকারীরা জান্তা শাসনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করলে সামরিক বাহিনী হঠাৎ করে তাদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে বলে জানিয়েছেন আয়োজক কমিটির এক নারী সদস্য। তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে দুটি বোমা ফেলা হয়। এতে ঘটনাস্থলেই অন্তত ৪০ জন নিহত ও ৮০ জন আহত হন। বোমার আঘাতে শিশুদের দেহ ছিন্নভিন্ন হয়ে যায়। মঙ্গলবার সকাল পর্যন্ত উদ্ধারকর্মীরা বিস্ফোরণস্থল থেকে মানবদেহের খণ্ডাংশ সংগ্রহ করছিলেন বলে তিনি জানিয়েছেন। আরেক প্রত্যক্ষদর্শী বলেন, লোকজন...