ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) রেহানুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ড্রামের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। তাকে হত্যার পর দুই পা কেটে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে কয়েকদিন আগে অন্য কোথাও হত্যা করে মরদেহ এখানে ফেলা হয়েছে।ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, হত্যাকাণ্ডটি পরিকল্পিত মনে হচ্ছে। নিহত নয়ন দুটি বিয়ে করেছিলেন। তার দ্বিতীয় স্ত্রীর পরকীয়ার জের ধরে অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাকে হত্যা করে মরদেহ গুম করার চেষ্টা করেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। ফতুল্লা থানার পরিদর্শক...