ইসলামী বিশ্বের মহাপুরুষ, বিশিষ্ট হাদিস বিশারদ এক লাখ হাদিসের হাফেজ, বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও মিশরের সিনিয়র আলেম পরিষদের সদস্য অধ্যাপক ড. আহমেদ ওমর হাসেম (৪৮) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার অফিসিয়াল ফেসবুক পেজে গভীর শোক ও আবেগঘন বার্তায় মৃত্যুসংবাদটি জানানো হয়েছে। তাতে বলা হয়েছে—‘আল্লাহর ইচ্ছার প্রতি পূর্ণ বিশ্বাস ও আত্মসমর্পণ নিয়ে আমরা আরব ও ইসলামি বিশ্ব, প্রিয়জন ও শিক্ষার্থীদের জানাচ্ছি, আমাদের প্রিয়, শ্রদ্ধেয় ইমাম ড. আহমেদ ওমর হাসেম ইন্তেকাল করেছেন। আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি—তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন, তার পরিবারকে ধৈর্য ও প্রতিদান দান করেন। মঙ্গলবার জোহরের নামাজের পর আল-আজহার মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আসরের নামাজের পর শরকিয়া প্রদেশের জাগাজিগ সেন্টারের বানী আমের গ্রামের হাশেমি স্কয়ারে...