চট্টগ্রামের হাটহাজারীতে নিহত বিএনপি কর্মী আবদুল হাকিমের (৫২) শরীরে ১০টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের সুরতহাল রিপোর্টে এসব আঘাতের চিহ্ন ওঠে এসেছে। তবে সব আঘাত বুলেটের কি না তা নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাকে হত্যায় সরাসরি অংশ নিয়েছিল তিনটি মোটরসাইকেলে মোট ৬ জন। অর্থাৎ প্রতিটি মোটরসাইকেলে দুই জন করে ছিল। তাদের প্রত্যেকের মুখে মুখোশ পরা অবস্থায় ছিল। এমনটাই নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে, আবদুল হাকিম নিহতের ঘটনায় রাউজান উপজেলায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিহতের খবর এলাকায় ছড়িয়ে পড়লে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক ও চট্টগ্রাম-রাঙামাটি সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে। করেছে মিছিলসহ প্রতিবাদ সভা। হত্যায় জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে। এ প্রসঙ্গে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আবদুল হাকিমের বিএনপির...